দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বরখাস্ত

নানা দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে পরিষদের সার্বিক নাগরিক সেবা প্রদানের জন্য প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে দায়িত্ব দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে হস্তান্তরপূর্বক আইন বহির্ভূত কার্যক্রমের দায়ে গত ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে পরিষদের সার্বিক কার্যক্রম চলমান রাখতে গত ২৪ নভেম্বর জেলা প্রশাসকের এক পত্রে পরিষদটির প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে পরিষদের সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। স্থানীয়রা জানান, নির্বাচিত হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সুবিধা প্রদানের নামে অর্থ আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ তা

দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বরখাস্ত
নানা দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে পরিষদের সার্বিক নাগরিক সেবা প্রদানের জন্য প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে দায়িত্ব দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে হস্তান্তরপূর্বক আইন বহির্ভূত কার্যক্রমের দায়ে গত ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে পরিষদের সার্বিক কার্যক্রম চলমান রাখতে গত ২৪ নভেম্বর জেলা প্রশাসকের এক পত্রে পরিষদটির প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে পরিষদের সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। স্থানীয়রা জানান, নির্বাচিত হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সুবিধা প্রদানের নামে অর্থ আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ ইউএনও বরাবরে জমা দিয়েছেন। বরখাস্ত জাহাঙ্গীর আলম দামোদরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। তিনি ফ্যাসিস্ট পুনর্বাসন ও অন্যান্য প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতি চালিয়েছেন। এলাকাভিত্তিক কয়েকজনের সঙ্গে সখ্যতা করে জাহাঙ্গীর আলম নানা অপকর্মে জড়িত ছিলেন। তার দুর্নীতি ও অনিয়মের কর্মকাণ্ডে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ বলেন, প্রশাসনের পত্রের আদেশে আমি গত ২৪ নভেম্বর থেকে নাগরিকের সার্বিক সেবা প্রদানের জন্য পরিষদের দায়িত্ব পালন করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow