দুর্নীতির দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটার গ্রেফতার

3 hours ago 2

দুর্নীতির দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। খেলাধুলায় দুর্নীতি সংশ্লিষ্ট পাঁচটি অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ক্রিকেটাররা হলেন- পেসার লনওয়াবো সৎসবে, উইকেটরক্ষক ব্যাটার থামি সলেকিলে ও মিডিয়াম পেসার ইথি এমবালাতি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইন-২০০৪ এর ১৫ ধারায় এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে। এই ধারাটি খেলাধুলা সংশ্লিষ্ট।

২০১৫-২০১৬ মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাম স্লাম চ্যালেঞ্জে ম্যাচ ফিক্সিং চেষ্টার অপরাধে ৭ ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। গ্রেপ্তারকৃত তিন ক্রিকেটারও ওই তালিকায় ছিলেন।

আগের ৭ ক্রিকেটারের মধ্যে বাঁহাতি ব্যাটার গুলাম বোদি প্রথম কারাভোগ করেছিলেন। এছাড়া অভিযোগ স্বীকার করে বরখাস্ত হয়েছিলেন জন সিমেস ও পুমি ম্যাটসিকুয়ে। সর্বশেষ ছিলেন সাবেক প্রোটিয়া ওপেনার আলভিরো পিটারসন, যার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের পরিপ্রেক্ষিতে তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

শুক্রবার ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, ‘দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে তাদের সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে দুই ফরম্যাটে খেলেছেন সৎসবে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর খেলেছেন মোট ৫ টেস্ট। ওয়ানডে খেলেছেন ৬১টি।

এমএইচ/এমএস

Read Entire Article