দুর্বল পাসওয়ার্ড কোনগুলো জানেন কি?

3 hours ago 6

বর্তমানে সঙ্গে মানিব্যাগ না থাকলে ফোনটি নিতে কেউ ভুল করেন না। সঙ্গে ফোন থাকলে টাকারও সমস্যা নেই। যে কোনো জায়গায় অনলাইন পেমেন্ট করতে পারছেন কিংবা টাকা বের করে বিল মেটাতে পারছেন।

ল্যাপটপ, ডেস্কটপ বা ফোনের বিভিন্ন অ্যাপেও পাসওয়ার্ড ব্যবহার করেন। তবে জানেন কি, আপনার একটি পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকারের কতক্ষণ লাগে? একটা ৮ সংখ্যার সাধারণ পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকাররা সময় নেয় ঠিক ৩৭ সেকেন্ড।

তাহলে বুঝতেই পারছেন আপনার নিরাপত্তার জন্য পাসওয়ার্ডটি কতটা শক্তিশালী হওয়া প্রয়োজন। পিন দুর্বল হলে সাইবার অপরাধীদের জন্য তো আরও সুবিধা। তখন যে কোনো সিস্টেম তারা সহজেই হ্যাক করতে পারে। যেমন ‘১২৩৪’ বা ‘০০০০’ হলো দুর্বল পিনের উদাহরণ। অনেক সময় ব্যক্তিগত তথ্যও ‘পিন’ হিসেবে ব্যবহার করেন ইউজাররা। যেমন ফোন নম্বর বা জন্মতারিখ। এগুলো খুব সহজেই অনুমান করা যায়।

ইনফরমেশন ইজ বিউটিফুল-এর একটি সাম্প্রতিক সাইবারসিকিউরিটি স্টাডিতে দেখা গিয়েছে, অধিকাংশ ইউজারই নিরাপত্তা কোডে সাধারণ প্যাটার্ন ব্যবহার করেন। ৩.৪ মিলিয়ন পিন পরীক্ষা করেছে তারা। তার মধ্যে সবচেয়ে সাধারণ যে প্যাটার্নগুলো উঠে এসেছে সেগুলো হলো– ১২৩৪, ১১১১, ০০০০, ১২১২, ৭৭৭৭, ১০০৪, ২০০০, ৮৮৮৮, ২২২২, ৬৯৬৯।

এছাড়া বিশ্বের সবচেয়ে দুর্বল পাসওয়ার্ডের তকমা পেয়েছে ১২৩৪৫৬। আরও বেশ কয়েকটি পাসওয়ার্ডকে বলা হচ্ছে দুর্বল। দেখে নিন সেগুলো কী কী- পাসওয়ার্ড, লেমনফিস, ১১১১১১, ১২৩৪৫, ১২৩৪৫৬৭৮, ১২৩৪৫৬৭৮৯, অ্যাডমিন, এবিসিডি১২৩৪, ১কিউএজেড@ডব্লিউএসএক্স, কিউয়েরটি, অ্যাডমিন১২৩, অ্যাডমিন@১২৩, ১২৩৪৫৬৭, ১২৩১২৩, ওয়েলকাম, এবিসি১২৩, ১২৩৪৫৬৭৮৯০, ইন্ডিয়া১২৩।

খুব সহজ বা সহজেই অনুমান করা যায় এমন পিন রাখলে সাইবার অপরাধীরা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে হয়। অ্যাকাউন্ট এবং ডিভাইস সুরক্ষিত রাখার জন্য পিন নির্বাচন করার সময় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন সাইবার বিশেষজ্ঞরা। পিন শক্তিশালী হলে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি কমে। মনে রাখবেন, পিন সেট করতে কখনোই ফোন নম্বর, জন্মতারিখ ব্যবহার করবেন না। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

আরও পড়ুন

কেএসকে/এমএস

Read Entire Article