দুর্বৃত্তদের গুলি করার বিধান আইনে রয়েছে: ডিএমপি কমিশনার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজন হলে গুলি চালানো যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কমিশনার জানান, নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানে ডিএমপির বিশেষায়িত এই সাপোর্ট সেন্টার ২৪ ঘণ্টা কাজ করবে। এর আগে ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি জানান, নাশকতার করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেয়া রয়েছে। মিরপুরের পল্লবী থানার সামনে বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “থানার সামনে নিরাপদ অবস্থায় থাকা পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করার ঘটনা মনোবল ভেঙে দেয়। পুলিশের ওপর আঘাত বা বাজে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।” গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দায়িত্বে থাকা এএসআই নুর

দুর্বৃত্তদের গুলি করার বিধান আইনে রয়েছে: ডিএমপি কমিশনার

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজন হলে গুলি চালানো যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কমিশনার জানান, নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানে ডিএমপির বিশেষায়িত এই সাপোর্ট সেন্টার ২৪ ঘণ্টা কাজ করবে।

এর আগে ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি জানান, নাশকতার করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেয়া রয়েছে।

মিরপুরের পল্লবী থানার সামনে বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “থানার সামনে নিরাপদ অবস্থায় থাকা পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করার ঘটনা মনোবল ভেঙে দেয়। পুলিশের ওপর আঘাত বা বাজে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।”

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন।

তিনি আরও বলেন, “পুলিশ দায়িত্ব না নিলে ৫ আগস্টের পর যেমন মানুষকে নিজ নিজ বাড়ির নিরাপত্তায় লাঠি হাতে রাতে পাহারা দিতে হয়েছিল, আবারও তেমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow