দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুরগি ব্যবসায়ী নিহত

2 weeks ago 7

রাজধানীর লালবাগের নবাবগঞ্জ মসজিদ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হুসাইন শুভ (৩৫) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

নিহতের ভাই শাহাদাত হোসেন জানান, লালবাগের নবাবগঞ্জ এলাকায় মুরগির ব্যবসা করেন শুভ। ওই রাতে বাসায় ফেরার সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, তাদের বাসা লালবাগ নবাবগঞ্জের ৬০ নং ডুরি আঙ্গুর লেন এলাকায়। তারা চার ভাইবোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এসএনআর/এমএস

Read Entire Article