দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা মামুন নিহত

2 hours ago 4

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় আল মামুন মন্ডল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধাপেরহাট বন্দরে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলের দিকে ধাপেরহাট বন্দরের মহাসড়কে আল মামুন মন্ডল অবস্থান করছিলেন। এরইমধ্যে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ধাপেরহাট বন্দরে হামলার ঘটনায় আল মামুন মন্ডল নামের এক যুবক নিহত হয়েছে। 

Read Entire Article