‘দুর্ভাগ্যবশত, আমার জন্মের পর ব্রাজিল বিশ্বকাপ জেতেনি’

3 months ago 24

কোপা আমেরিকাতে অনেক বড় দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে খেলতে এসেছেন রিয়াল মাদ্রিাদের ১৭ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিক। দলটির ম্যাড়ম্যাড়ে অবস্থা থেকে টেনে তুলতে তার দিকেই অনেকাংশে তাকিয়ে থাকবে ব্রাজিলিয়ানরা। কিন্তু সর্বশেষ কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা টুর্নামেন্টে থাকায় কাজটি সহজ হবে না সেলেসাওদের জন্য।

সংবাদ সম্মেলনে কোপায় নিজের পরিকল্পনার কথা জানালেন এনড্রিক। এই টুর্নামেন্টের আগে স্পেন, ইংল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে গোল করা এই তরুণ তারকা ফুটবলার বলেন, ‘আমরা সবাই চাই বিশ্বকাপ জিততে। এটা ব্রাজিলিয়ান মানুষরাও চায়। দুর্ভাগ্যবশত, আমার জন্মের পর ব্রাজিল বিশ্বকাপ জিততে পারেনি। আমরা শেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার সঙ্গে লড়াই করে হেরেছি। আমি আশা করছি, এবার দারুণ প্রতিযোগিতা হবে। আমরা নতুন প্রজন্ম খেলছি। আশা করছি, কোপা আমেরিকা আমাদের ভালো কাটবে এবং আমরা চ্যাম্পিয়ন হতে পারবো।’

কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপায় যাত্রা শুরু করবে ব্রাজিল। উত্তর আমেরিকার দেশটির বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না মনে করে এনড্রিক।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা জানি, কোপা আমেরিকা জেতা সহজ নয়। আমরা সবসময় সামনের দিকে তাকাই। কোস্টারিকা কঠিন প্রতিপক্ষ। এমনভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে চ্যাম্পিয়ন হতে পারি। সামনে কী আসছে সেটার মোকাবেলা করতে হবে আগে। তাদের দলও বেশ ভালো। আমরা জয় দিয়েই কোপা শুরু করতে চাই।’

ব্রাজিলের হয়ে এবারের কোপাতে ঐতিহ্যবাহী নয় নম্বর জার্সি পরে মাঠে নামবেন এনড্রিক। এই জার্সি গায়ে জড়ানো সম্পর্কে এনড্রিক বলেন, ‘আমি খুবই খুশি। এই নাম্বারের জার্সি সবাই চায়। কিন্তু বিষয়টা অতটা গায়ে নিচ্ছি না। আমি যদি ২১ কিংবা ১৬ নাম্বার জার্সিও পরি, তাহলে আমাকে গোলই করতে হবে। আমাদের দলে দুইজন নয় নম্বর পজিশনে খেলে- আমি ও ইভানিলসন। মেক্সিকোর সঙ্গে ইভানিলসন ভালো খেলেও গোল পায়নি। কেউই দলের উর্ধ্বে নয়। যেই ফাঁকায় থাকবে তাকে আমরা পাস দিব এবং সে গোল করবে। অবশ্যই গোল করতে পারাটা দারুণ ব্যাপার। আমি ব্রাজিলকে গোল করে ও করিয়ে মাঠে সাহায্য করতে চাই।’

আরআর/এমএইচ/

Read Entire Article