দুর্যোগ আটকাতে পারেনি বিয়ে, নৌকায় চড়ে হাজির বরযাত্রী

2 months ago 42
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অতিরিক্ত জোয়ারে প্লাবিত দ্বীপের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাট। ভেসে গেছে ঘরের আসবাবপত্র, দোকানের মালামাল ও গবাদিপশু। দুর্যোগ মোকাবিলায় সবাই যে যার মতো ব্যস্ত সময় পার করছেন। এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নৌকা নিয়ে কনের বাড়িতে হাজির বরযাত্রী।   বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের মোল্লা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা গ্রামের রিদনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের দিন সকালেই উঠে আসে জোয়ারের পানি। ঘরের চারপাশসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে সংশয় দেখা দিলেও পিছিয়ে যাননি বরপক্ষ। সময়মতো আয়োজন মেনে বরযাত্রী চলে আসেন। বাধ্য হয়ে নিয়েছেন নৌকার সাহায্য। স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, বিয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালোবাসা থামে না কোনো দুর্যোগে। তাই শত প্রতিকূলতা পেরিয়েও বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। তবে উপস্থিতি ছিল খুব কম। আগামীকাল এই দম্পতির বৌভাত হওয়ার কথা রয়েছে। তাদের জন্য দোয়া করবেন। কনের বাবা রিদন জানান, আগে থেকে বিয়ের দিন তারিখ ঠিক করা ছিল। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়-স্বজনরারাও এসেছে। সকল আয়োজন ও সম্পন্ন করা হয়েছে। কিন্তু জোয়ারের কারণে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বরযাত্রী নৌকা ভাড়া করে নিয়ে এসেছে। সাবেক ইউপি সদস্য মো. শাহেদ উদ্দিন শাহেদ বলেন, বিগত কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিঝুমদ্বীপের নিচু এলাকাগুলো বারবার পানিতে প্লাবিত হচ্ছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার পরামর্শ দেওয়া হলেও বিয়ের মতো অনুষ্ঠানে মানুষকে থামানো কঠিন। নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাভলী আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জোয়ারের পানি এখনো পুরোপুরি নামেনি। আবারও এমন পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে সব কিছুর মাঝেও এই ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠানের কথা এখন সবার মুখে মুখে।
Read Entire Article