দুর্যোগ ও বজ্রপাত মোকাবিলায় ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ

1 month ago 14

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বজ্রপাত থেকে রক্ষাসহ শোভাবর্ধনের জন্য রাস্তার দুই পাশে প্রায় ছয় কিলোমিটার সড়কে তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম।

উপজেলা বন কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন বাড়ি থেকে তালবীজ সংগ্রহ করে শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে হারজি গ্রামের মিরুখালী রাস্তায় এ চারা রোপণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজী, উপজেলা বন কর্মকর্তা সুরেষ চন্দ্র, সাংবাদিক রফিকুজ্জামান আবির, ইসরাত জাহান মমতাজ, গাজী মাসুদ প্রমুখ।

জানা গেছে, সম্প্রতি মঠবাড়িয়া থেকে মিরুখালী সড়কের হারজি নামক স্থানে সড়ক উন্নয়নকাজে সড়কের দুই পাশের বৃক্ষনিধন করা হয়। এতে কয়েক হাজার বৃক্ষ উজাড় হয়। ফলে ছায়াঢাকা সড়কটি বৃক্ষহীন হয়ে পড়ে। এ কারণে ইউএনও ছয় কিলোমিটার সড়কের দুই পাশে তালবীজ বপনের উদ্যোগ নেন। কয়েক মাস ধরে উপজেলা বন কর্মকর্তার সহায়তা বিভিন্ন গ্রামে গিয়ে তিনি তালবীজ সংগ্রহ করেন। এই বীজ প্রক্রিয়াজাত করে রাস্তার দুই পাশে বপন করা হয়।

হারজি গ্রামের কৃষক হাশেম আলী বলেন, সম্প্রতি রাস্তাটি প্রশস্তকরণের কাজের জন্য কয়েক হাজার গাছ কাটা হয়। এ তালবীজ বপন হলে সড়কের মাটির ক্ষয়রোধ হবে। সময়ের ব্যবধানে বজ্রপাত রোধে যেমন ভূমিকা রাখবে, অন্যদিকে শোভাবর্ধনও হবে। ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানাই।

সাংস্কৃতিক কর্মী শিবু সাওজাল বলেন, আমাদের এ উপকূলে ঘূর্ণিঝড়, তীব্র বাতাস ও ভারী বৃষ্টি বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ঘটে। গত কয়েক বছরে বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। বিশেষ করে তালগাছ বজ্রপাত থেকে রক্ষা করে বেশি। তাই আমাদের এলাকার প্রতিটি রাস্তায় তালগাছ রোপণ করা উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম কালবেলাকে বলেন, বজ্রপাত থেকে পরিত্রাণের জন্য কৃষককে উদ্বুদ্ধ করে রাস্তার পাশে তালের চারা রোপণ কার্যক্রম শুরু করেছি। এ উদ্যোগ আমরা অব্যাহত রাখব।

Read Entire Article