দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য : শিক্ষা উপদেষ্টা

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। শনিবার (০৬ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের সংকট ও রূপান্তরের প্রতিটি সময়ে স্কাউটদের মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও সাহসিকতা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে। জুলাই আন্দোলনে প্রাণ হারানো ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হয়ে উঠছে।  তাদের স্মরণ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দেশগঠনমূলক চেতনায় এগিয়ে আসতে হবে।  তিনি বলেন, স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের বিষয় নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবার দক্ষতা গড়ে তোলার একটি কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা। দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ যে কোনো বিপর্যয়ের সময় দেশের বিভিন্ন স্থানে তারা মানুষের পাশে দাঁড়ায়। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরিতে স্কাউটিংয়ের পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন বলেও জানান তিনি।  জু

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য : শিক্ষা উপদেষ্টা

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

শনিবার (০৬ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের সংকট ও রূপান্তরের প্রতিটি সময়ে স্কাউটদের মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও সাহসিকতা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে। জুলাই আন্দোলনে প্রাণ হারানো ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হয়ে উঠছে। 

তাদের স্মরণ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দেশগঠনমূলক চেতনায় এগিয়ে আসতে হবে। 

তিনি বলেন, স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের বিষয় নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবার দক্ষতা গড়ে তোলার একটি কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা। দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ যে কোনো বিপর্যয়ের সময় দেশের বিভিন্ন স্থানে তারা মানুষের পাশে দাঁড়ায়। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরিতে স্কাউটিংয়ের পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন বলেও জানান তিনি। 

জুলাই আন্দোলনে ১১ স্কাউট সদস্যের আত্মত্যাগ স্মরণ করে শিক্ষা উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউট ও আহতদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা হয়ে আছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহস ও প্রেরণা দেয়। 

তিনি উল্লেখ করেন, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে, যা দেশের জন্য গৌরবের। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাবকমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্বও এ সক্ষমতার স্বীকৃতি।

বাংলাদেশ স্কাউটসে নারীদের বাড়তি অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তারাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা ও মানবিকতার মাধ্যমে নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই দেশের প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসে অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow