দুর্যোগে ক্ষতিগ্রস্ত আর্জেন্টাইনদের উৎসর্গ করে মেসিদের স্কোয়াড ঘোষণা

2 months ago 8

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে এবার সাধারণ কোনো প্রেস বিজ্ঞপ্তি বা সংবাদ সম্মেলন নয়, একটি আবেগঘন ভিডিওর মাধ্যমে দল ঘোষণা করা হয়েছে, যেখানে অংশ নিয়েছেন গত মার্চে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাহিয়া ব্লাঙ্কা শহরের সাধারণ মানুষ। খেলোয়াড়দের নাম একে একে উচ্চারণ করেন শহরটির বিভিন্ন বয়সী মানুষ, যাদের এই ভিডিওর মাধ্যমে জানানো হয়, আর্জেন্টিনা জাতীয় দল তাদের পাশে আছে।

এই বিশেষ আবহেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেন চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।

ফিটনেস ইস্যুর কারণে আগের স্কোয়াডে না থাকা অধিনায়ক লিওনেল মেসি ফিরেছেন জাতীয় দলে। ইন্টার মায়ামির হয়ে সাম্প্রতিক ফর্ম এবং ইনজুরি থেকে সেরে ওঠার পর এবার তাকে দেখা যাবে পুরো ফিটনেসে।

তবে সবচেয়ে বড় চমক এসেছে দুই তরুণের অন্তর্ভুক্তি নিয়ে—

  • মারিয়ানো ট্রোয়লো (বেলগ্রানো): প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই প্রতিভাবান ডিফেন্ডার।
  • ফ্রাঙ্কো মাস্তান্তুওনো (রিভার প্লেট): মিডফিল্ডে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী এই তরুণ।

এছাড়া স্কোয়াডে আছেন ইনডিপেনডিয়েন্তের ডিফেন্ডার কেভিন লোমোনাকো এবং ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার এনজো বারেনেচিয়া, যিনি এখনো জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়।

আগের স্কোয়াডে থাকা চারজন খেলোয়াড় এবার দল থেকে বাদ পড়েছেন ইনজুরি ও ফর্মের কারণে।

নিকোলাস ডোমিঙ্গেজ (নটিংহ্যাম ফরেস্ট) – মেনিসকাস চোট

আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল) – ম্যাচ ফিটনেস না থাকায়

আলেহান্দ্রো গারনাচো (ম্যান ইউনাইটেড)

ভ্যালেন্তিন কাস্তেইয়ানোস

স্কালোনি জানান, চোটের কারণে তারা নির্বাচকদের বিবেচনায় আসেননি, তবে ভবিষ্যতে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী।

ম্যাচ সূচি

৫ জুন: চিলির বিপক্ষে (সান্তিয়াগো, স্থানীয় সময় রাত ১০টা)

১০ জুন: কলম্বিয়ার বিপক্ষে (মনুমেন্টাল স্টেডিয়াম, রাত ৯টা)

আর্জেন্টিনার স্কোয়াড (২৮ জন)

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়ালটার বেনিতেজ, জেরোনিমো রুলি

ডিফেন্ডার: ওতামেন্দি, রোমেরো, ফয়থ, তাগলিয়াফিকো, মলিনা, মেডিনা, বারকো, বালেরদি, ট্রোয়লো, লোমোনাকো

মিডফিল্ডার: ডি পল, এনজো ফার্নান্দেজ, প্যারেদেস, পালাসিওস, লো চেলসো, আলমাদা, পাজ, বারেনেচিয়া

ফরোয়ার্ড: মেসি, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল কোররেয়া, নিকোলাস গঞ্জালেস, গিয়ুলিয়ানো সিমিওনে, মাস্তান্তুওনো

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই স্কোয়াড শুধু প্রতিযোগিতার জন্য প্রস্তুত নয়, বরং একটি বার্তা নিয়েও এসেছে—জাতি হিসেবে ঐক্য এবং সহমর্মিতা। বাহিয়া ব্লাঙ্কা শহরের মানুষকে এইভাবে সম্পৃক্ত করে দল ঘোষণার মধ্য দিয়ে ফুটবল যে কেবল খেলার চেয়ে বড় কিছু, তা আবারও প্রমাণ করল আর্জেন্টিনা। 

ARGENTINA NATIONAL TEAM SQUAD LIST pic.twitter.com/tLhFxsTKuU

— All About Argentina (@AlbicelesteTalk) May 31, 2025
Read Entire Article