দুষ্টু নাচে বিতর্কে নেহা

ট্রোল, কটাক্ষ আর বিতর্ক—এই তিন শব্দের ছায়া যেন পিছু ছাড়ে না নেহা কক্করের। কখনো শোতে দেরি করে পৌঁছনো, কখনো সাহসী পোশাকের জন্য প্রশ্নবিদ্ধ, আবার কখনো মঞ্চের পারফরম্যান্স ঘিরে তুমুল চর্চা। মাসখানেক আগের সমালোচনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা। এবার মুখে ললিপপ নিয়ে ‘দুষ্টু’ ভঙ্গিতে নাচ—যা মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলে নেহা কক্করের নাম ফের নিয়ে আসে খবরের শিরোনামে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘ক্যান্ডি শপ’ নামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন ‘কক্কর’ ভাইবোন। যে গানের সুর দিয়েছেন নেহার ভাই টনি কক্কর। আর গান গেয়েছেন নেহা নিজেই। পাশাপাশি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন নেহা-টনি।  আর সেই গানের কারণেই এবার বিতর্কে জড়ালেন গায়িকা। নেটিজেনদের অভিযোগ, ‘মুখে ললিপপ নিয়ে যেরকম দুষ্টু ভঙ্গিতে নাচ করেছেন নেহা, তাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হচ্ছে।’ এমন নানা কটু কথার ভিড় ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু নাচের ভঙ্গির জন্যই বিতর্কে নয়, অভিযোগ উঠেছে গানের ভাষা নিয়েও। এককথায় বলা যায় গান মুক্তির পর থেকে টনি-নেহা বেশ বিতর্কের মধ্যে পড়ে গেছেন।  এ

দুষ্টু নাচে বিতর্কে নেহা
ট্রোল, কটাক্ষ আর বিতর্ক—এই তিন শব্দের ছায়া যেন পিছু ছাড়ে না নেহা কক্করের। কখনো শোতে দেরি করে পৌঁছনো, কখনো সাহসী পোশাকের জন্য প্রশ্নবিদ্ধ, আবার কখনো মঞ্চের পারফরম্যান্স ঘিরে তুমুল চর্চা। মাসখানেক আগের সমালোচনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা। এবার মুখে ললিপপ নিয়ে ‘দুষ্টু’ ভঙ্গিতে নাচ—যা মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলে নেহা কক্করের নাম ফের নিয়ে আসে খবরের শিরোনামে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘ক্যান্ডি শপ’ নামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন ‘কক্কর’ ভাইবোন। যে গানের সুর দিয়েছেন নেহার ভাই টনি কক্কর। আর গান গেয়েছেন নেহা নিজেই। পাশাপাশি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন নেহা-টনি।  আর সেই গানের কারণেই এবার বিতর্কে জড়ালেন গায়িকা। নেটিজেনদের অভিযোগ, ‘মুখে ললিপপ নিয়ে যেরকম দুষ্টু ভঙ্গিতে নাচ করেছেন নেহা, তাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হচ্ছে।’ এমন নানা কটু কথার ভিড় ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু নাচের ভঙ্গির জন্যই বিতর্কে নয়, অভিযোগ উঠেছে গানের ভাষা নিয়েও। এককথায় বলা যায় গান মুক্তির পর থেকে টনি-নেহা বেশ বিতর্কের মধ্যে পড়ে গেছেন।  এর আগে সম্প্রতি দুর্গাপুরে কনসার্ট করতে এসেও অশালীন নাচের ভঙ্গির জেরে বিতর্কে জড়িয়েছিলেন গায়িকা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow