দুস্থ ভাতার কার্ড নিয়ে বিরোধে কুষ্টিয়ায় যুবক খুন

2 months ago 10

কুষ্টিয়ার দৌলতপুরে অনলাইন ভিজিএফ (দুস্থ ভাতা) কার্ড নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ মথুরাপুর দর্গাতলা এলাকার খিলাফত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফ কার্ডের আবেদন ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশের (২৮) সঙ্গে আকরামের ছেলে বিজয় এবং তার বন্ধু আজিজুরের আগে থেকেই বিরোধ চলে আসছিল।

বুধবার রাতে আজিজ ও বিজয় বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় প্রতিপক্ষ পলাশ সশস্ত্র অবস্থায় এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে পলাশের ছুরিকাঘাতে আজিজুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাতার কার্ড নিয়ে বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

আল-মামুন সাগর/এফএ/এএসএম

Read Entire Article