দুস্থদের মাঝে শতাধিক কম্বল বিতরণ ইবি ছাত্রদলের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের সহায়তা এই কর্মসূচি হয়। এসময় ক্যাম্পাসের ভ্যানচালক ও আনচারসহ শতাধিক দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য-সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ ও নুর উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, 'ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। তারই অংশ হিসেবে আজ আমরা ক্যাম্পাসের দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছি। ছাত্রদল সবসময় অসহায় ও সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবে।'

দুস্থদের মাঝে শতাধিক কম্বল বিতরণ ইবি ছাত্রদলের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের সহায়তা এই কর্মসূচি হয়। এসময় ক্যাম্পাসের ভ্যানচালক ও আনচারসহ শতাধিক দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য-সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ ও নুর উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, 'ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। তারই অংশ হিসেবে আজ আমরা ক্যাম্পাসের দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছি। ছাত্রদল সবসময় অসহায় ও সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow