দূষণমুক্ত-যানজটহীন নগরের বার্তায় রাজশাহীতে সাইকেল র‌্যালি

13 hours ago 5

‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’— এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি। 

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিতে অংশ নেন শতাধিক সাইক্লিস্ট।

র‌্যালিটি ঈদগাহ রোড থেকে ফায়ার সার্ভিস রোড, সিঅ্যান্ডবি মোড়, চিড়িয়াখানা, ডিআইজি অফিসের সামনে হয়ে ইউ-টার্ন নিয়ে আবার সিঅ্যান্ডবি মোড় ও ফায়ার সার্ভিস রোড পেরিয়ে ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আরএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত উপকারী।

তিনি স্বাস্থ্যসুরক্ষায় প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই ঈদগাহ মাঠে জমে ওঠে সাইক্লিস্টদের মিলনমেলা। র‌্যালির আগে আয়োজিত সাইকেল স্ট্যান্ড শো দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ জোগায়।

র‌্যালিতে অংশ নেওয়া সাইক্লিস্টরা বলেন, সাইকেল মনকে প্রফুল্ল রাখে এবং এটি এমন এক ব্যায়াম যা শরীরকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়। তাদের মতে, যানজট ও দূষণ কমাতে নগরীতে পৃথক সাইকেল লেন চালু করা সময়ের দাবি।

আয়োজকরা জানান, বাড়তে থাকা যানজট, দূষণ ও জ্বালানি সংকট মোকাবিলায় সাইক্লিং হতে পারে আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যতের ভিত্তি। তাদের মতে, বাইসাইকেলের ব্যবহার শুধু সময়ের প্রয়োজনে নয়, এটি হোক এক নতুন জীবনধারার অংশ— এই লক্ষ্যেই আয়োজনের সার্থকতা।

রাউন্ড টেবিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি বলেন, সাইক্লিং একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবনধারার প্রতীক। তরুণ প্রজন্ম যদি এই অভ্যাস গড়ে তোলে, তাহলে রাজশাহী আরও সুন্দর ও প্রাণবন্ত শহরে পরিণত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এজাজ মাহমুদ রনি।

Read Entire Article