দৃষ্টিনন্দন আশুড়ার বিল
সবুজ প্রকৃতির মাঝে লাল-সাদা শাপলা আর পদ্মফুলে পর্যটকদের জন্য সাজে আশুড়ার বিল। আর রূপসী আশুড়ার বিল ও গহিন শালবনের সৌন্দর্য মুগ্ধকর পরিবেশ একই সুতোয় গাঁথা ছিল দৃষ্টিনন্দন কাঠের সেতু। রাতে দৃষ্টিনন্দন কাঠের সেতুতে আলোকসজ্জার ব্যবস্থা। পর্যটকদের কাছে যেমন আকর্ষণ, তেমনি বিলের দুই পাড়ের মানুষের যাতায়াতে নতুন দিগন্তের দুয়ার খুলেছিল ওই দৃষ্টিনন্দন কাঠের সেতু। পূর্বে হরিপুর বাজার ও পশ্চিমে রতনপুর বাজারে কেনাকাটা করতে সেতুর ওপর দিয়ে যোগাযোগের সুবিধার্থে এলাকাবাসীও খুশি ছিল। বিলের বিশুদ্ধ পানি, মুক্ত বাতাস, চারপাশে সবুজ ঘন অরণ্য, পাখিদের কিচিরমিচির ডাকাডাকি, বিলের ওপর ঝাঁকে ঝাঁকে বিচিত্র পাখির ওড়াউড়ি এসব