দৃষ্টিহীনদের পথ দেখাচ্ছে রোবট কুকুর

ভিড় ঠেলে স্টেশনের দিকে এগোচ্ছেন এক যাত্রী। হাতে লাঠি নেই, পাশে নেই কোনো রক্ত-মাংসের মানুষও। তবে তার সামনে সতর্ক পায়ে এগিয়ে চলেছে ৪ চাকার অদ্ভুত এক যান্ত্রিক প্রাণী। সামনে কোনো বাধা এলে সে থমকে দাঁড়াচ্ছে, সিঁড়ি বা লিফট এলে যান্ত্রিক গলায় দিচ্ছে প্রয়োজনীয় নির্দেশনা। সিনেমার দৃশ্য মনে হলেও, বাস্তবেই এখন ব্যস্ত প্ল্যাটফর্মে দৃষ্টিহীনদের চোখ হয়ে উঠছে এই বিশেষ রোবট। অত্যাধুনিক এই দৃশ্য দেখা যাচ্ছে চীনের শেনজেন মেট্রো স্টেশনে। দৃষ্টিহীন যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সেখানে পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট গাইড ডগ। এর নাম দেওয়া হয়েছে শিয়াওসুয়ান বা লিটল গার্লিক। উন্নত লিডার প্রযুক্তি, ডেপথ ক্যামেরা এবং থ্রি-ডি ম্যাপ ব্যবহার করে এটি ভিড়ের মধ্যেও নিরাপদ পথ খুঁজে নিতে সক্ষম। স্টেশনের খুঁটি, স্বচ্ছ কাঁচের দেয়াল কিংবা চলন্ত পথচারী, সবই মুহূর্তের মধ্যে চিনতে পারে এই রোবট। যদি পরিবেশ খুব বেশি জটিল হয়ে পড়ে, তবে রোবটটি নিজে থেকেই থেমে যায় এবং যাত্রীকে আশপাশের মানুষের সাহায্য নিতে বলে। বর্তমানে শেনজেনে পরীক্ষা চললেও শিগগিরই বেইজিং ও গুয়াংজুর মতো বড় শহর এবং বিমানবন্দরগুল

দৃষ্টিহীনদের পথ দেখাচ্ছে রোবট কুকুর

ভিড় ঠেলে স্টেশনের দিকে এগোচ্ছেন এক যাত্রী। হাতে লাঠি নেই, পাশে নেই কোনো রক্ত-মাংসের মানুষও। তবে তার সামনে সতর্ক পায়ে এগিয়ে চলেছে ৪ চাকার অদ্ভুত এক যান্ত্রিক প্রাণী। সামনে কোনো বাধা এলে সে থমকে দাঁড়াচ্ছে, সিঁড়ি বা লিফট এলে যান্ত্রিক গলায় দিচ্ছে প্রয়োজনীয় নির্দেশনা।

সিনেমার দৃশ্য মনে হলেও, বাস্তবেই এখন ব্যস্ত প্ল্যাটফর্মে দৃষ্টিহীনদের চোখ হয়ে উঠছে এই বিশেষ রোবট। অত্যাধুনিক এই দৃশ্য দেখা যাচ্ছে চীনের শেনজেন মেট্রো স্টেশনে। দৃষ্টিহীন যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সেখানে পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট গাইড ডগ। এর নাম দেওয়া হয়েছে শিয়াওসুয়ান বা লিটল গার্লিক। উন্নত লিডার প্রযুক্তি, ডেপথ ক্যামেরা এবং থ্রি-ডি ম্যাপ ব্যবহার করে এটি ভিড়ের মধ্যেও নিরাপদ পথ খুঁজে নিতে সক্ষম।

স্টেশনের খুঁটি, স্বচ্ছ কাঁচের দেয়াল কিংবা চলন্ত পথচারী, সবই মুহূর্তের মধ্যে চিনতে পারে এই রোবট। যদি পরিবেশ খুব বেশি জটিল হয়ে পড়ে, তবে রোবটটি নিজে থেকেই থেমে যায় এবং যাত্রীকে আশপাশের মানুষের সাহায্য নিতে বলে।

বর্তমানে শেনজেনে পরীক্ষা চললেও শিগগিরই বেইজিং ও গুয়াংজুর মতো বড় শহর এবং বিমানবন্দরগুলোতেও এই রোবট কুকুর দেখা যাবে। বিশ্বজুড়ে প্রশিক্ষিত গাইড ডগের সংকট ও উচ্চমূল্যের ভিড়ে এই সাশ্রয়ী প্রযুক্তি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow