দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে পড়ে লিটন-সাইফদের দলকে লড়তে হবে সাবেক দুই বিশ্বজয়ী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। একই সঙ্গে উঠতি শক্তি নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে আসা ইতালিও রয়েছে একই গ্রুপে। এমন প্রেক্ষাপটে আইসিসি আজ প্রকাশ করেছে পূর্ণাঙ্গ সূচি, যার মধ্যমণি বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বসছে ভারত ও শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারি পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে দশম আসরের। একইদিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ—যা গ্রুপ ‘সি’-কে করে তুলেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার—গ্রুপের প্রথম দুইয়ে থেকে সুপার এইটে যাওয়া। কিন্তু তিন সাবেক বিশ্বসেরা দলের পাশে দাঁড়িয়ে সেটা সহজ হবে না একদমই। প্রথম ম্যাচেই তাই বড় চ্যালেঞ্জ টাইগারদের জন্য। বাংলাদেশের ম্যাচসূচি (গ্রুপ ‘সি’) তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ কলকাতা বিকেল ৩.৩০ মিনিট ৯ ফেব্রুয়ারি ইতালি কলকাতা সকাল ১১.৩০ মিনিট ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড কলকাতা বিক
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে পড়ে লিটন-সাইফদের দলকে লড়তে হবে সাবেক দুই বিশ্বজয়ী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। একই সঙ্গে উঠতি শক্তি নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে আসা ইতালিও রয়েছে একই গ্রুপে। এমন প্রেক্ষাপটে আইসিসি আজ প্রকাশ করেছে পূর্ণাঙ্গ সূচি, যার মধ্যমণি বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচ।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বসছে ভারত ও শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারি পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে দশম আসরের। একইদিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ—যা গ্রুপ ‘সি’-কে করে তুলেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার—গ্রুপের প্রথম দুইয়ে থেকে সুপার এইটে যাওয়া। কিন্তু তিন সাবেক বিশ্বসেরা দলের পাশে দাঁড়িয়ে সেটা সহজ হবে না একদমই। প্রথম ম্যাচেই তাই বড় চ্যালেঞ্জ টাইগারদের জন্য।
বাংলাদেশের ম্যাচসূচি (গ্রুপ ‘সি’)
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| ৭ ফেব্রুয়ারি | ওয়েস্ট ইন্ডিজ | কলকাতা | বিকেল ৩.৩০ মিনিট |
| ৯ ফেব্রুয়ারি | ইতালি | কলকাতা | সকাল ১১.৩০ মিনিট |
| ১৪ ফেব্রুয়ারি | ইংল্যান্ড | কলকাতা | বিকেল ৩.৩০ মিনিট |
| ১৭ ফেব্রুয়ারি | নেপাল | মুম্বাই | রাত ৭.৩০ মিনিট |
গ্রুপ অনুযায়ী দলসমূহ
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি
গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশের প্রথম লক্ষ্য হবে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে সূচনা করা। কারণ দ্বিতীয় ম্যাচেই অপেক্ষা করছে বিশ্বকাপের নবাগত ইতালি—যাদের ভুল করলে পা ফসকে যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আর নেপাল ম্যাচটি হবে গ্রুপে বাংলাদেশের লাস্ট লাইফলাইন—আপনি যদি সুপার এইটে যেতে চান।
টুর্নামেন্টের সূচি বলছে, এবার গ্রুপ পর্বে পা রাখতেই হবে সতর্ক হয়ে। কারণ ভুলের জায়গা কম, কিন্তু চ্যালেঞ্জ এত যে প্রতিটি বল হয়ে উঠতে পারে নির্ণায়ক।
What's Your Reaction?