দেড়শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বোটের ইঞ্জিন বিকল, অতঃপর...

2 months ago 23

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফেরিঘাট থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বোট ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকা পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে বোটের মধ্যে থাকা যাত্রীরা। পরে আরেকটি বোট গিয়ে বিকল হওয়া বোটটি উদ্ধার করে সন্দীপ সমুদ্র উপকূলে নিয়ে যায়। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সন্দীপ চ্যানেলের বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন আকবর।

কুমিরা নৌপুলিশ ও ফেরিঘাট সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে একটি সার্ভিস বোট দেড় শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশে রওনা দেয়। পরে মাঝ পথে গিয়ে সার্ভিস বোটটি  ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সার্ভিস বোটে থাকা যাত্রীরা। বিষয়টি ফেরিঘাট কর্তৃপক্ষকে জানানোর পর আরেকটি সার্ভিস বোট গিয়ে বিকল হওয়া সার্ভিস বোটটি উদ্ধার করে সন্দ্বীপের সমুদ্র উপকূলে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা সময় ধরে মাঝ সমুদ্রে আটকা ছিল বিকল হওয়া বোটটি।

কুমিরা ফেরি ঘাটের ইজারাদার জগলুল হোসেন নয়ন বলেন, সমুদ্রের মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে একটি দেড় শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে। বিষয়টি জানার পরে আরেকটি বোট গিয়ে উদ্ধার করে সন্দীপ সমুদ্র উপকূলে নিয়ে যায়। 

এ বিষয়ে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন আকবর কালবেলাকে বলেন, ইঞ্জিল বিকল হাওয়াতে যাত্রীবাহী একটি সার্ভিস বোট সমুদ্রের মাঝ পথে আটকা পড়ে। প্রথমে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও ঘণ্টাখানেকের মধ্যে সার্ভিস বোটটি উদ্ধার করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Read Entire Article