দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালো হতো : রাজ

টালিউডের একসময়ের বহুল চর্চিত ‘দেশু’ অর্থাৎ দেব-শুভশ্রী জুটির প্রেমকাহিনি কারোরই অজানা নয়। অনস্ক্রিন রসায়ন যে বাস্তবেও গভীর সম্পর্কে গড়িয়েছিল, তা ছিল ওপেন সিক্রেট। যদিও সময়ের স্রোতে সেই সমীকরণ বদলেছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন পরিচালক রাজ চক্রবর্তীর ঘরনী এবং দুই সন্তানের মা। তবে দীর্ঘ এক দশক পর যখন দেব ও শুভশ্রী ফের একসঙ্গে পর্দায় ফিরছেন, ঠিক তখনই পুরোনো সেই সম্পর্ক নিয়ে এক পরিণত ও চমকপ্রদ মন্তব্য করলেন রাজ চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজ। কাকতালীয়ভাবে দেব-শুভশ্রী জুটির শুরুটা হয়েছিল রাজের হাত ধরেই, তাই সেই সময়ের সাক্ষী তিনি নিজেই। অতীত স্মরণ করে রাজ বলেন, ‘আমারও মনে হয়েছিল, ওদের বিয়ে হলে বোধহয় ভালোই হতো।’ তবে সেখানেই থেমে থাকেননি তিনি। ভাগ্যের লিখন মেনে নিয়ে তিনি যোগ করেন, ‘কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল। আর আমিও ওর কপালে ছিলাম—কিছু করার নেই। আমরা খুব হ্যাপি। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সে-ও খুব হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।’ রাজের এমন স্পোর্টিং ও সংযত মন্তব্যে মুগ্ধ নেটিজেনরা। স্ত্রীর প্রাক্তন সম্পর্ককে এতটা স্বাভাবিক ও

দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালো হতো : রাজ

টালিউডের একসময়ের বহুল চর্চিত ‘দেশু’ অর্থাৎ দেব-শুভশ্রী জুটির প্রেমকাহিনি কারোরই অজানা নয়। অনস্ক্রিন রসায়ন যে বাস্তবেও গভীর সম্পর্কে গড়িয়েছিল, তা ছিল ওপেন সিক্রেট। যদিও সময়ের স্রোতে সেই সমীকরণ বদলেছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন পরিচালক রাজ চক্রবর্তীর ঘরনী এবং দুই সন্তানের মা। তবে দীর্ঘ এক দশক পর যখন দেব ও শুভশ্রী ফের একসঙ্গে পর্দায় ফিরছেন, ঠিক তখনই পুরোনো সেই সম্পর্ক নিয়ে এক পরিণত ও চমকপ্রদ মন্তব্য করলেন রাজ চক্রবর্তী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজ। কাকতালীয়ভাবে দেব-শুভশ্রী জুটির শুরুটা হয়েছিল রাজের হাত ধরেই, তাই সেই সময়ের সাক্ষী তিনি নিজেই। অতীত স্মরণ করে রাজ বলেন, ‘আমারও মনে হয়েছিল, ওদের বিয়ে হলে বোধহয় ভালোই হতো।’ তবে সেখানেই থেমে থাকেননি তিনি। ভাগ্যের লিখন মেনে নিয়ে তিনি যোগ করেন, ‘কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল। আর আমিও ওর কপালে ছিলাম—কিছু করার নেই। আমরা খুব হ্যাপি। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সে-ও খুব হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।’

রাজের এমন স্পোর্টিং ও সংযত মন্তব্যে মুগ্ধ নেটিজেনরা। স্ত্রীর প্রাক্তন সম্পর্ককে এতটা স্বাভাবিক ও সম্মানের সঙ্গে গ্রহণ করাকে প্রকৃত ভালোবাসার পরিচয় হিসেবেই দেখছেন ভক্তরা। এদিকে, দীর্ঘ বিরতির পর দেবের ৫১তম সিনেমার নায়িকা হিসেবে ফিরছেন শুভশ্রী। বাংলা সিনেমার স্বার্থে প্রাক্তন প্রেমিকের বিপরীতে কাজ করতে কোনো দ্বিধা করেননি তিনি। রবিবার দেব ও শুভশ্রী একসঙ্গে ফেসবুক লাইভে এসে ভক্তদের উদ্দেশে বিশেষ অনুরোধও জানিয়েছেন।

লাইভে দেব বলেন, ‘দয়া করে এমন মন্তব্য করবেন না যাতে আমাদের মনে হয় আমাদের সঙ্গীকে অপমান করা হচ্ছে। দেশু-র উন্মাদনার মাধ্যমে বাংলা ছবির অবস্থার পরিবর্তনের চেষ্টা করছি, সেটা মাথায় রেখেই মন্তব্য করুন।’ শুভশ্রীও স্পষ্টভাবে জানান, ‘আমরা চাই, আমাদের যতটা সম্মান করা হচ্ছে, তার থেকেও বেশি সম্মান আমাদের সঙ্গীদের (রাজ ও রুক্মিনী) দেওয়া হোক।’ সব মিলিয়ে, অতীত ভুলে পেশাদারিত্ব আর পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য নজির স্থাপন করলেন এই তিন তারকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow