দেশ আইসিইউতে চলে গিয়েছিল: সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘‘প্রায় শুনি, দেশে কী হচ্ছে বা অন্তর্বর্তী সরকার কোনো কাজ করছে না। কিন্তু, কাজ যে হচ্ছে না, তা নয়। হয়তো আপনারা সম্মুখে বুঝতে পারছেন না। অনেকে বলে দেশ আইসিইউতে চলে গিয়েছিল, এটি কিন্তু যথার্থ। একটি ব্যাংকে ৪০ হাজার কোটি টাকা জমা আছে, সেখান থেকে ৩২ হাজার কোটি টাকা নাই। এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আমাদের উপরও এ প্রভাব পড়েছে, আগামী সরকারের উপরও পড়বে। তবুও বিভিন্ন প্রতিকূলতার মাঝে বিশ্বে এখনো বাংলাদেশের একটি ভালো ইমেজ রয়েছে।’’