‘দেশ থেকে স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি’
কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমরা ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। এখনো সেই ফ্যাসিস্ট সরকার ভারতের উসকানিতে বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে মিলেমিশে আছি, তাদের সেটা ভালো লাগে না।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, সবার আগে আমাদের বাংলাদেশ। বাংলাদেশকে যদি ভালোবাসেন দলমত নির্বিশেষে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে তাদের সঙ্গে আমরা বেইমানি করতে পারব না, করব না। সেজন্য শেখ হাসিনা ও তার প্রেতাত্মা যে যেখানে আছেন এবং আপনাদের প্রভু যারা রয়েছেন স্পষ্ট ভাষায় বলে গেলাম, হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব মানি না, মানব না।
তিনি বলেন, রাজবাড়ীতে দলের মধ্যে অনেক গ্রুপিং, অনেক দ্বন্দ্ব। কিন্তু রাজবাড়ীতে কৃষক দলের মধ্যে কোনো গ্রুপিং নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলে কোনো গ্রুপিং নেই। আমি আমার নেতাকর্মীদের বলতে চাই, দয়া করে কৃষক দলের মধ্যে কোনো গ্রুপিং ও টানাটানি করবেন না। আপনারা কৃষক দলকে কেউ বিভক্ত করার চেষ্টা করবেন না। এই কৃষক দলের দায়িত্ব যখন তারেক রহমান কৃষিবিদ তুহিন ও আমার হাতে দিয়েছেন তখন বাংলাদেশের কৃষি ও কৃষক নিয়ে স্বপ্নের কথা তিনি আমাদের বলেছেন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের সাড়ে চার হাজার ইউনিয়নে কাজ করছি।
জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী বক্তব্য রাখেন। র্যালিতে জেলা কৃষকদলসহ পাঁচ উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।