দেশকে আবারও পেছনে টেনে নেওয়ার চক্রান্ত চলছে : মির্জা ফখরুল
বাংলাদেশকে আবারও পেছনের টেনে নিয়ে যাওয়ার অনেক চক্রান্ত চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিলে দলের মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পেছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে…. সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন সবাই মিলে আসুন- ১৯৭১ সালে যার জন্য যুদ্ধ করেছিলাম, ১৯৯০ সালে যার জন্য লড়াই করেছি, ২০২৪ সালে যার জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে দেশের প্রতি, আমাদের নেত্রীর প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। বিএনপি চেয়ারপারসনের ওপর ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতন, মিথ্যা সাজানো মামলায় কারাবাসসহ নানা ঘটনা তুলে ধরে বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা কবি আল মাহমুদের কবিতা পাঠ করে শুনান বিএনপি মহাসচিব।
বাংলাদেশকে আবারও পেছনের টেনে নিয়ে যাওয়ার অনেক চক্রান্ত চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিলে দলের মহাসচিব এই আহ্বান জানান।
তিনি বলেন, অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পেছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে…. সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন সবাই মিলে আসুন- ১৯৭১ সালে যার জন্য যুদ্ধ করেছিলাম, ১৯৯০ সালে যার জন্য লড়াই করেছি, ২০২৪ সালে যার জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে দেশের প্রতি, আমাদের নেত্রীর প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে।
বিএনপি চেয়ারপারসনের ওপর ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতন, মিথ্যা সাজানো মামলায় কারাবাসসহ নানা ঘটনা তুলে ধরে বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা কবি আল মাহমুদের কবিতা পাঠ করে শুনান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, সত্যিকার অর্থেই একটি জাতিকে তিনি (খালেদা জিয়া) জাগিয়ে তুলেছিলেন। একটি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা আশা করি, তার এই চলে যাওয়া আমাদের নতুন করে অনুপ্রাণিত করবে। আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে। আমরা সবাই ঐক্যের মাধ্যমে বাংলাদেশের এক নতুন ভবিষ্যৎ নির্মাণ করব।
গণতন্ত্রের প্রতি, দেশের উন্নয়নের প্রতি, জনগণের কল্যাণের প্রতি বেগম খালেদা জিয়ার একাগ্রতার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব।
আইসিসির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ ব্যবসায়িক নেতারা বক্তব্য দেন।
What's Your Reaction?