দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহীদ জিয়া : রহমাতুল্লাহ

1 week ago 16

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় এসে দুর্ভিক্ষ কবলিত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা প্রদানে সক্ষম হয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির ১নং সদস্যও।

শনিবার (২৯ মার্চ) দুপুরে বিকেলে বরিশাল সদর উপজেলা কৃষক দলের আয়োজনে সদর রোডস্থ বিএনপির পার্টি অফিস এবং উপজেলার লাকুটিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা জানান।

আবু নাসের বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। কৃষি ও কৃষকদের গলা চেপে ধরেছিল। সার, বীজসহ সব সামগ্রীর দাম বৃদ্ধি করে কৃষি উৎপাদন ব্যাহত করে। বেশি দামে সামগ্রী ক্রয়ে ভারত নির্ভর করতে বাধ্য করে। কৃষির উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

তিনি বলে, সন্ত্রাসী আওয়ামী লীগ দেশকে দুর্নীতি আর লুটপাটের রাজ্যে পরিণত করে। দেশজুড়ে চালিয়েছে  খুন, চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ড। খুনী হাসিনা পালিয়েছে। দেশ মুক্ত হয়েছে স্বৈরাচারদের থেকে। মানুষ স্বস্তি পেয়েছে। তবে খুনিরা পালালেও তাদের দোসররা রয়েছে দেশের অভ্যন্তরে। তারা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই ক্ষতিসাধনের পাঁয়তারা চালাবে।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষকদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছেন জিয়াউর রহমান।

তিনি বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সফলা, শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। ১৯৭৫ সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। এছাড়া বিশেষ কৃষি ঋণ কর্মসূচি, জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচিসহ কৃষি ও কৃষকদের উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান।

বরিশাল সদর উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ আহমেদ নান্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলে যুগ্ম আহ্বায়ক চুন্নু হাওলাদার, স্বাধীনতা ফোরাম বরিশালের সদস্য সচিব নাজমুস সাকিব, জেলা ছাত্রদলের সহ সভাপতি ইলিয়াস, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবার মুবিন, কড়াপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আ. রবসহ কৃষক দলের ১০ ইউনিয়নের নেতারা। এছাড়া লাকুটিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটুসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার।

Read Entire Article