‘দেশকে নতুন করে সাজাতে ৩১ দফার বিকল্প নেই’

2 months ago 59

দেশকে নতুন করে সাজানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

বুধবার (১১ জুন) বরিশাল সদর উপজেলার কাউয়ারচর ইউনিয়নে গণসংযোগ ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। 

এ সময় রহমাতুল্লাহ বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে এগোতে পারেনি। এর কারণ হিসেবে দায়ী শেখ মুজিবুর রহমান ও তার কন্যাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বারবার মানুষকে বোকা বানিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে মুজিব পরিবার ও আওয়ামী নেতাকর্মীরা দেশে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সীমাহীন সম্পদের মালিক হয়েছে। 

তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের মানুষকে বোকা বানিয়ে বারবার ওয়াদা ভঙ্গ করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। 

রহমাতুল্লাহ বলেন, গত ৫৪ বছরে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কোনো বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সংস্কারের কথা বললেও ৩১ দফার বাইরে জনগণের জন্য কল্যাণকর কোনো রূপরেখা দিতে পারেনি। তাই সংস্কার নামক প্রচারণা রূপকথার গল্পই মনে করছে দেশের মানুষ। রূপকথার গল্প প্রচার না করে ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান তিনি। 

কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read Entire Article