‘দেশনায়ক’ ‘রাষ্ট্রনায়ক’ সম্বোধন শুনতে চান না তারেক রহমান

2 months ago 31

নেতাকর্মীরা বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম বলার আগে ‘দেশনায়ক’, ‘রাষ্ট্রনায়ক’ বলে সম্বোধন করেন। এ ধরনের সম্বোধন না করতে অনুরোধ করেছেন তারেক রহমান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত কর্মশালায় এ অনুরোধ জানান তিনি।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এ কর্মশালা আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। কর্মশালায় ঢাকা বিভাগ অংশের সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘আজকের পর থেকে আমার সহকর্মীদের প্রতি অনুরোধ বা আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশ, আমার নামের আগে আপনারা যে রাষ্ট্রনায়ক, দেশনায়ক বলেন- এটা বলবেন না।’

কেএইচ/কেএসআর/জিকেএস

Read Entire Article