দেশবাসীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘৩০০ ফিট’ নামে পরিচিত মহাসড়ক পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন এ জনসমাগমে পুরো ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষসহ ঢাকা মহানগরী ও সারা দেশের বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। অভ্যর্থনা কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করা সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ ছাড়া অভ্যর্থনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও

দেশবাসীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘৩০০ ফিট’ নামে পরিচিত মহাসড়ক পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন এ জনসমাগমে পুরো ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষসহ ঢাকা মহানগরী ও সারা দেশের বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারেক রহমান।

অভ্যর্থনা কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করা সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ ছাড়া অভ্যর্থনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও প্রচারে নিয়োজিত সব গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow