দেশীয় অস্ত্র, ককটেল ও হরিণের চামড়াসহ তিন বিএনপি নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল ও হরিণের চামড়াসহ সাবেক ডাউকি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল হান্নানসহ তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাফিদুল ইসলাম।গ্রেপ্তারকৃতরা হলেন— আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকার মৃত বদর উদ্দীনের ছেলে আব্দুল হান্নান (৪৫), রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন (৪৭) ও মনিরুল ইসলামের ছেলে লাল্টু রহমান (৪০)। তারা তিনজনই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি ছত্রপাড়া এলাকায় দেশীয় অস্ত্র ও ককটেলসহ অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি ককটেল বোমা, ৩টি ফালা এবং ১টি হরিণের চামড়া উদ্ধার করে যৌথবাহিনী। আটককৃত তিন আসামিসহ উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরণ আইনে মামলা দায়ের করা হয়

দেশীয় অস্ত্র, ককটেল ও হরিণের চামড়াসহ তিন বিএনপি নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল ও হরিণের চামড়াসহ সাবেক ডাউকি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল হান্নানসহ তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাফিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন— আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকার মৃত বদর উদ্দীনের ছেলে আব্দুল হান্নান (৪৫), রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন (৪৭) ও মনিরুল ইসলামের ছেলে লাল্টু রহমান (৪০)। তারা তিনজনই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি ছত্রপাড়া এলাকায় দেশীয় অস্ত্র ও ককটেলসহ অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি ককটেল বোমা, ৩টি ফালা এবং ১টি হরিণের চামড়া উদ্ধার করে যৌথবাহিনী। আটককৃত তিন আসামিসহ উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, দেশীয় অস্ত্র, ককটেল ও হরিণের চামড়াসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow