দেশে অনুভূত হলো মৃদু ভূমিকম্প

3 weeks ago 15

দেশের রংপুর ও তার আশপাশের এলাকায় সোমবার (১৬ ডিসেম্বর) রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৮টা ৪০ মিনিটে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পনটি রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে, তবে ভূমিকম্পনের পরবর্তীতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গেল ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সে সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে এবং এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

এ ছাড়া, ২১ নভেম্বর দুপুরের দিকে রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। ওই ভূকম্পনের স্থায়িত্ব ছিল ২৭ সেকেন্ড। রংপুর মহানগর থেকে দূরে সদর উপজেলা এলাকায় ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। উৎপত্তিস্থল বিবেচনায় সেটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। 

এ ধরনের ভূমিকম্পের ঘটনায় সাধারণত বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম থাকে, তবে এটি মানুষের মধ্যে ভূমিকম্প নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে।

Read Entire Article