দেশে আগের মতোই চুরি-ছিনতাই চলছে: ফয়জুল করিম

5 months ago 27

দেশে আগের মতোই চুরি-ছিনতাই চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় কিশোরগঞ্জের ভৈরবে এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় থেকে ভারতের সঙ্গে গোলামী চুক্তি করে গেছেন। আমাদের চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজ এলে বিনা শুল্কে তাদের মাল আগে খালাস হতো। গত ১৫ বছরে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আমেরিকার তাঁবেদারি করে মানবিক করিডোর দেওয়াসহ চট্টগ্রামের সেন্টমার্টিনে আমেরিকার ঘাঁটি দিতে চাইছে। উপদেষ্টারা ৮ মাসে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এজন্য আমরা ও দেশের ছাত্র-জনতা আন্দোলন করিনি।

দেশে আগের মতোই চুরি-ছিনতাই চলছে উল্লেখ করে মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমরা বৈষম্য দূর করতে আন্দোলন করেছি। শেখ হাসিনা বলতেন দেশে জঙ্গিবাদ বেড়ে গেছে। কিন্তু গত ৮ মাসে কোনো জঙ্গির ঘটনা ঘটেনি।

তিনি বলেন, দ্রুত দেশের সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আরেকটি দল ক্ষমতায় যাওয়ার আগেই দেশে দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তারা ক্ষমতায় গেলে দেশ আবারও ধ্বংসের পথে নিয়ে যাবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাজী মোহাম্মদ মুসা খান, এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মাওলানা নোমান আহমেদ, মুফতি মাহমুদুল কাসেমী, মৌলানা আবদুর রউফ কাশেমী প্রমুখ।

রাজীবুল হাসান/জেডএইচ/এমএস

Read Entire Article