দেশে একাধিক অগ্নিকাণ্ড, সচিবালয়ে জরুরি বৈঠক

2 hours ago 4
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সম্প্রতি দেশের নানা স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক ডাকে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এ জরুরি সভা শুরু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে (নবনির্মিত ২০ তলা ভবন) বিকেল সাড়ে ৩টায় এ সভা শুরু হয়। বৈঠক সূত্রে জানা যায়, সম্প্রতি দেশের নানা স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় জাতীয় প্রস্তুতিসংক্রান্ত এ সভা আয়োজন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছে।  বৈঠকে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।  
Read Entire Article