দেশে করোনায় আরও একজনের মৃত্যু

2 months ago 8

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ২০ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৯ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১০ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়। এর মধ্যে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৫৫৫ জনের। এর মধ্যে ৫২৮ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। এই সময়ে মারা গেছেন ২০ জন।

এদিকে করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৯ জনে।

ইএ/এএসএম

Read Entire Article