দেশে ক্যানসারের চিকিৎসা এখনও দুর্বিষহ অবস্থায় রয়েছে

1 month ago 17

দেশে ক্যানসারের চিকিৎসা এখনও দুর্বিষহ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন।

তিনি বলেছেন, সরকারি হাসপাতালগুলোতে কার্যকরভাবে ক্যানসারের চিকিৎসা করা হচ্ছে না। বাধ্য হয়েই রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এছাড়া দেশের বাইরেও যেতে হচ্ছে। প্রায় ৫ মিলিয়ন ডলার দেশ থেকে চলে যাচ্ছে। সরকারের উচিত দেশেই ক্যানসারের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা তৈরি করা।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্তন ক্যানসার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচির কৃতজ্ঞতা, মূল্যায়ন ও সুপারিশের কারণে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিমসহ ১০ সাংবাদিককে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।

আকরাম হোসেন বলেন, আগেভাগে ক্যানসার নির্ণয়ের তেমন সুব্যবস্থা নেই। যতোই সচেতনতা বৃদ্ধি করা হোক না কেন, একজন ক্যানসার রোগীর ক্ষেত্রে যদি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা না যায়, তাহলে তা সুফল বয়ে আনবে না। কাজটা খুব কঠিন নয়, চাইলেই সম্ভব।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড হালিদা হানুম আখতার, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার প্রমুখ।

এসএম/এসআইটি/এএসএম

Read Entire Article