দেশে দেশে তীব্র তাপপ্রবাহ, বাড়ছে মৃত্যু

4 months ago 44

উত্তর গোলার্ধে যখন গ্রীষ্ম শুরু হয়েছে তখন বিশ্বজুড়ে বইছে তাপপ্রবাহ। এতে বোঝা যাচ্ছে, আবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে বিশ্ব। ভাঙতে পারে গত বছরের বিশ্ব রেকর্ড।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের আর্থ অবজারভেটরি জানিয়েছে, ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো আবারও ভয়াবহ তাপপ্রবাহের সম্মুখীন। এতে কিছু কিছু দেশে এরই মধ্যে দাবানল শুরু হয়েছে।

সার্বিয়ার আবহাওয়া অফিস চলতি সপ্তাহজুড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে। দেশটিতে এ বিষয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।



বেলগ্রেডেরে এমার্জেন্সি বিভাগ জানিয়েছে, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।

প্রতিবেশী দেশ মন্টিনিগ্রো স্বাস্থ্য সতর্কতা জারি করে লোকজনকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।

তীব্র তাপপ্রবাহের মধ্যে এরই মধ্যে বেশ কিছু মৃত্যু দেখেছে ইউরোপের দেশগুলো। সোমবার গ্রিক পুলিশ ৫৫ বছর বয়সী এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস বৃহস্পতিবার (২০ জুন) জানিয়েছে, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যপশ্চিমাঞ্চলের কিছু অংশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হয়েছে, অ্যারিজোনা অঙ্গরাজ্যে তাপমাত্রা ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

সৌদি আরবে চলতি মৌসুমে প্রায় ২০ লাখ মুসলিম হজের কার্যক্রম শেষ করেছে। হজ চলাকালে তাপমাত্রা ছাড়ায় ৫১ ডিগ্রি সেলসিয়াস। এতে বিভিন্ন দেশের নয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতেও বইছে তীব্র তাপপ্রবাহ। সেখানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গত বেশ কয়েকদিন ধরেই রাজধানী শহরটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article