দেশে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাইপাইলে
নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।আরও পড়ুন:ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তি নরসিংদীর মাধবদীতে ‘যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে’ ভূমিকম্পে প্রাণ গেলো ১০ জনের তিনি বলেন, গতকালের ভূমিকম্প হয়েছিল ১০টা ৩৮ মিনিটে। আজ হয়েছে ১০টা ৩৬ মিনিটে। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল তিন দশমিক তিন। এটি মৃদু ভূমিকম্প। গতকাল নরসিংদীতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এ ঘটনায় ১০ জন মারা যান। সারাদেশে আহত হন কয়েকশ মানুষ। আরএএস/জেএইচ
নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তি নরসিংদীর মাধবদীতে
‘যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে’
ভূমিকম্পে প্রাণ গেলো ১০ জনের
তিনি বলেন, গতকালের ভূমিকম্প হয়েছিল ১০টা ৩৮ মিনিটে। আজ হয়েছে ১০টা ৩৬ মিনিটে। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল তিন দশমিক তিন। এটি মৃদু ভূমিকম্প।
গতকাল নরসিংদীতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এ ঘটনায় ১০ জন মারা যান। সারাদেশে আহত হন কয়েকশ মানুষ।
আরএএস/জেএইচ
What's Your Reaction?