দেশে ফেরত নয়, পিএসএল খেলতে আরব আমিরাতে যাচ্ছেন রিশাদ-নাহিদ রানা

3 months ago 45

বন্ধ, স্থগিত বা বাতিল হয়নি। তবে ভারতের ড্রোন হামলায় নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় পাকিস্তানের মাটিতে আর হবে না পিএসএল। উদ্ভুত পরিস্থিতিতে এবারের মত দেশ বদলে পিএসএল চলে গেছে আরব আমিরাতে।

দিন তারিখ চূড়ান্ত হয়নি এখনও। তবে জানানো হয়েছে, পাকিস্তান থেকে আরব আমিরাত আসতে এবং মাঠে নামার প্রস্তুতি নিতে যে কয়দিন লাগবে, তা দেওয়া হবে দলগুলোকে।

এখন পাকিস্তানের বিভিন্ন শহর থেকে দলগুলোর বহর চলে যাবে আরব আমিরাত। জানা গেছে, নিরাপত্তার কথা চিন্তা করে যতটা সম্ভব দ্রুত পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে সকল বিদেশি ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফকে অন্যত্র মানে অন্য দেশে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার রাওয়ালপিন্ডি ও পাকিস্তানের অন্য শহর থেকে তাদের আরব আমিরাত পাঠানোর ব্যবস্থা করবে পিসিবি।

পিএসএল কভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিক তাসফিক পলক আজ শুক্রবার সকালে মুঠোফোনে রাওয়ালপিন্ডি থেকে জাগো নিউজকে জানান, টুর্নামেন্টের বাকি খেলা হবে আরব আমিরাতে। বেশিরভাগ ম্যাচ হবে দুবাইতে। এজন্য রাওয়ালপিন্ডি থেকে বিশেষ বিমানটি এসে মরু শহর দুবাইতে অবতরন করবে।

এদিকে পলক আরও জানান, বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাও ওই বিশেষ ফ্লাইটে করে দুবাই যাবে। তারা দুবাইতে অবস্থান করে নিজ নিজ দলের হয়ে পিএসএলের বাকি খেলাগুলোয় অংশ নেবেন।

এর আগে ধারণা করা হচ্ছিল, রিশাদ ও নাহিদ রানা পাকিস্তান থেকে দেশে ফিরে আসবেন। কিন্তু পলক দিলেন ভিন্ন তথ্য। পলকের দেয়া তথ্য অনুযায়ী, রিশাদ ও নাহিদ রানার সাথে তাদের ফ্র্যাঞ্চাইজির যে চুক্তি আছে, তা মেনে নিয়েই বাকি খেলাগুলোয় অংশ নিতে হবে। যেহেতু খেলা আর পাকিস্তানে হবে না, তাই নিরাপত্তা নিয়েও চিন্তা কম।

দুবাই, শারজাহ বা আবুধাবিতে তো আর বোমা , মিসাইল ও ড্রোন হামলার শঙ্কা নেই। তাই রিশাদ ও নাহিদ রানা নিজ নিজ দলের বাকি ম্যাচগুলো খেলে তারপর দেশে ফিরবেন।

পেশোয়ার জালমি শিবিরে আছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সে।

এআরবি/এমএমআর

Read Entire Article