শিশুশ্রম নির্মূলে সরকারের ব্যর্থতা, প্রকল্পে দুর্নীতি ও শিশুদের অধিকার বঞ্চনার চিত্র উঠে এসেছে ছায়া সংসদে। শনিবার (২১ জুন) বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এ ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আলোচনায় বলা হয়, দেশে বর্তমানে ৩৫ লাখ শিশু শ্রমে নিয়োজিত, যার মধ্যে ১১ লাখ ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। পথশিশুর সংখ্যা ৩৪ লাখ, যাদের অধিকাংশই শিক্ষা, পরিচয় ও নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত।
ছায়া সংসদে আরও বলা হয়, বিগত আওয়ামী সরকারের আমলে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ৩৫২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পে ব্যাপক দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল আসেনি। অনেক ক্ষেত্রেই উপকারভোগীদের নির্বাচন, প্রশিক্ষণ ও প্রণোদনা বিতরণে অনিয়ম হয়েছে।
শিশুশ্রম নিরসনে ডিবেট ফর ডেমোক্রেসি ৭ দফা সুপারিশ পেশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- দারিদ্র্য দূরীকরণ ও মিড-ডে মিল চালু, প্রকল্পের মূল্যায়ন নিশ্চিত, দুর্নীতির তদন্ত, গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ডাটাব্যাংক তৈরি, মোবাইল কোর্টে শাস্তি নিশ্চিত এবং পথশিশুদের কর্মমুখী শিক্ষার সুযোগ তৈরি।
অতিথিরা বলেন, শিশুশ্রম বন্ধে আইনি কাঠামো থাকলেও বাস্তবায়নে ঘাটতি ও দায়সারা মনোভাব বড় প্রতিবন্ধকতা। শিশুদের হাতে বইয়ের বদলে শ্রমের বোঝা তুলে দেওয়া কোনো সমাজের জন্যই কাম্য নয়।
ইএআর/এএমএ/জিকেএস