দেশে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হতে হাতে আরও কয়দিন বাকি রয়েছে। দেশজুড়েই প্রতিমা শিল্পীদের যেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদস্তুর সেখানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছামতি চা বাগানে শুরু হয়েছে দেবী দুর্গার ৯টি রূপের পূজা।
চা বাগান ঘেরা দৃষ্টিনন্দন মন্দিরটিতে এ বছর ১৫তম বছরের আয়োজন চলছে। এই সময়ে প্রতিবছর মহালয়া থেকে শুরু করে দুর্গার ৯ রূপে এখানে দুর্গাপূজা শুরু হয়ে থাকে।
সোমবার (২২) সেপ্টেম্বর সকালে মন্দিরে গিয়ে দেখা যায় দেবী দুর্গার শৈলপুত্রী রূপের পূজা শুরু হয়েছে। এভাবে পৌরাণিক নিয়ম অনুযায়ী আগামী নবমী তিথি পর্যন্ত দেবীর ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপের পূজা করা হবে।
দুর্গার ৯টি রূপের পূজা দেখতে আসা অর্জুন দেবনাথ জানান, আমি পরিবারসহ এ মনোমুগ্ধকর চা বাগানঘেরা মন্দিরে প্রতিবছরই আসি। অসম্ভব সুন্দর মন্দির সেই সাথে শান্ত নির্মল পরিবেশ। দেবী যেন সকলের মঙ্গল করেন এই কামনা করি।
পরিবার নিয়ে ঘুরতে আসা অনিতা রায় বলেন, এখানে মহালয়া থেকেই মায়ের আরাধনা শুরু হয়। এ শারদীয় দুর্গাপূজা সনাতনীদের বড় উৎসব। আমরা চাই ভালোভাবে যেন এবার দুর্গা পূজা পালন করতে পারি।
শ্রীশ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রম নবরূপে নবদুর্গা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুরঞ্জিত দাশ কালবেলাকে বলেন, ‘মঙ্গলচণ্ডী সেবাশ্রমে নবরুপে নবদুর্গা পূজা হয়ে থাকে প্রতিবছর। এবার আমাদের ১৫তম আয়োজন চলছে। আমরা ২০১০ সাল থেকে এখানে নবদুর্গা পূজার আয়োজন করে আসছি।
এখানে দুর্গা মায়ের ৯টি রূপের পূজা হয়ে থাকে যা চণ্ডীতে বর্ণিত রয়েছে, সেই রূপের আলোকেই মহালয়ার পরের দিন থেকে প্রতিবছর এখানে পূজার আয়োজন করা হয়। সারাদেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় এ নবদুর্গা পূজা দেখতে।
আর এই দুর্গাপূজা শুরু হয় দেশের শারদীয় উৎসবের আগেই তাই এটি ‘আগাম’ বা ‘নবদুর্গা’ পূজা নামে পরিচিত। আগামী ২ অক্টোবর দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।’