দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

2 weeks ago 9

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান ও মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরীর একটি কনভেনশন হলে সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের ৬২৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় মেয়র শাহাদাত বলেন, ‘শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না। তাদের দেশেই ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগ বাড়াতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।’

চসিকের শিক্ষা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করছে। বর্তমানে প্রতিষ্ঠানের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতি মাসে শিক্ষা খাতে ৬ থেকে ৮ কোটি টাকা ব্যয় হয়, যা ব্যয় নয়; বরং ভবিষ্যতের জন্য বিনিয়োগ বলে মন্তব্য করেন তিনি।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহমদ, জেলা প্রশাসক ফরিদা খানম ও চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।

Read Entire Article