দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়ার আভাস

4 weeks ago 14

পৌষ মাস আসতে বাকি এখনো ৫ দিন। এরই মধ্যে সারাদেশে জেঁকে বসেছে শীত। গ্রামাঞ্চলে পড়ছে কুয়াশা। আবহাওয়া অফিস জানিয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে আগামীকাল বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চবলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবারেও শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস নওগাঁর বদলগাছীতে। ঢাকার তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এসআইটি/জেআইএম

Read Entire Article