‘দেশের জন্য খালেদা জিয়ার নেতৃত্ব আরও ৫ বছর অত্যন্ত প্রয়োজন’
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। তিনি বলেন, এ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনও আপোস করেননি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে অন্তত আরও পাঁচ বছর তার নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদ্রাসার মুহতামিম আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা রাখেন- মৌতলা জামে মসজিদের ইমাম কারী মো. আরিফুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন ও হাফেজ আবু রায়হান। বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান। শেষে দোয়া ও মো
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।
তিনি বলেন, এ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনও আপোস করেননি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে অন্তত আরও পাঁচ বছর তার নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদ্রাসার মুহতামিম আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা রাখেন- মৌতলা জামে মসজিদের ইমাম কারী মো. আরিফুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন ও হাফেজ আবু রায়হান।
বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।
What's Your Reaction?