বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে সম্পৃক্ত হবে না বলে জানিয়েছে সেনাসদর। করিডোর একটি স্পর্শকাতর বিষয় বলেও জানিয়েছে সেনাসদর।
সোমবার (২৬ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশন্সের পরিচালক (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম এক প্রশ্নের জবাবে এ কথা জানান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে দেশের সার্বভৌমত্বের চ্যালেঞ্জ তৈরি হতে পারে, সেই চ্যালেঞ্জ সেনাবাহিনী আমলে নিচ্ছে কি না এবং চ্যালেঞ্জ নিলে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।
নির্বাচন-করিডোর নিয়ে সেনাবাহিনী ও সরকারের মুখোমুখি অবস্থান রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়গুলো নিয়ে মুখোমুখি অবস্থান দেখছি না। যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে। সেনাবাহিনী ও সরকার একত্রে, একসঙ্গে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি।
- আরও পড়ুন
 - সরকার ও সেনাবাহিনী একে অন্যের সম্পূরক হিসেবে কাজ করছে: সেনাসদর
 - করিডোর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, প্রয়োজনও নেই
 - করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশনে যেতে পারে না
 
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে কাজ করে আসছে। ভবিষ্যতেও দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সঙ্গে কাজ করে যাবো।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক বলেছেন বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে ওষুধ ছিটাবে সেনাবাহিনী। বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে সেনাবাহিনী কাজ করবে কি না- জানতে চাইলে তিনি বলেন, বর্জ্য ও মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না। ওনার (ডিএনসিসি প্রশাসক) সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি।
গণমাধ্যমে এসেছে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছে। পার্বত্য অঞ্চলে যেহেতু সেনাবাহিনী রয়েছে সেক্ষেত্রে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে- জানতে চাইলে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, আরাকান আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। গণমাধ্যমে যা দেখেছেন সেটির সত্যতা ও বস্তুনিষ্ঠটা যথেষ্ট বিবেচনার দাবি রাখে।
টিটি/ইএ/এএসএম

                        5 months ago
                        45
                    








                        English (US)  ·