দেশের পরিবেশ কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি: জামায়াত আমির

3 months ago 56

বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ অবস্থা এখনো অব্যাহত আছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়।

বার্তায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ জানিয়ে তিনি বলেন, সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াককুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। আশা করি সবাই বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন।

এসময় নেতাকর্মীদের জন্য দোয়া করে ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হোন।

এএএম/কেএসআর

Read Entire Article