ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বলেছেন, দেশের প্রথম ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমরা চিন্তা করছি কীভাবে ইসলামের প্রচার-প্রসার করা যায়।
তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কলাররা আমাদের বিভিন্ন সময়ে সহযোগিতা করেন। আমি আশাবাদী, ভবিষ্যতেও তারা সহযোগিতা করবেন।
বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ অ্যাকাডেমিক ভবনে আইন বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মহাপরিচালক।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এসময় আইন অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, গত শাসনামলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাইভায় অপমান করা হতো। টুপি থাকলে বাদ হতো। এখন অবশ্যই পরিবর্তন ঘটবে।
এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।
ইরফান উল্লাহ/এসআর/জিকেএস