দেশের বাজারে এলো পেট্রোনাস নেক্সটা 

2 weeks ago 6
পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনালের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক ইউনাইটেড লুব অয়েল লিমিটেড দেশের বাজারে আনল পেট্রোনাস নেক্সটা। এটি আধুনিক গাড়ির জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি উদ্ভাবনী পণ্য, যা ইতালির তুরিনে প্রতিষ্ঠিত কোম্পানির গ্লোবাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি সেন্টারে প্রস্তুত করা হয়েছে। ইটালিয়ান টেকনলোজির সমন্বয়ে উৎপাদিত হয়েছে এই লুব্রিকেন্ট, যা ভোক্তাদের দেবে আকর্ষণীয় মূল্যে সিন্থেটিক লুব্রিকেন্টস ব্যবহার করার সুবিধা ।  পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনালের হেড অব সাউথইস্ট এশিয়া ক্লাস্টার গ্যান সুন কিয়াট বলেছেন, ‘উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক পণ্যের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন হচ্ছে পেট্রোনাস নেক্সটা। আমরা এমন একটি পণ্য তৈরি করেছি, যা গুণগত মান ঠিক রেখে আকর্ষণীয় মূল্যে দিচ্ছে গাড়ি রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা। উদ্ভাবনী এই পণ্যটি বাংলাদেশের বাজারে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করবে এবং গ্রাহক সংখ্যা আরও বাড়াতে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের পরিচালক ওয়ায়েজ মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ভোক্তাদের এমন একটি লুব্রিকেন্টস সরবরাহ করা যাতে তাদের গাড়িটি সুরক্ষিত থাকে এবং তারা গাড়িটির সর্বোচ্চ কার্যক্ষমতা উপভোগ করতে পারেন। পেট্রোনাস নেক্সটার উন্নত ফর্মুলেশন ইঞ্জিনের আয়ু বাড়িয়ে ড্রাইভিংকে স্বাচ্ছন্দ্যময় করে তুলে।’ সাশ্রয়ী ও উচ্চমানসম্পন্ন লুব্রিকেন্টসের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করেছে পেট্রোনাস নেক্সটা ৷ পেট্রোনাস নেক্সটা এশিয়ার বাজারের পাশাপাশি অন্যান্য বৈশ্বিক বাজারেও পণ্যটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। চলতি ডিসেম্বর থেকে সারা দেশে অনুমোদিত পেট্রোনাস ডিলার, ওয়ার্কশপ, খুচরা যন্ত্রাংশ এবং খুচরা আউটলেটে পেট্রোনাস নেক্সটা পাওয়া যাচ্ছে। এখন থেকে পেট্রোনাস নেক্সটা ব্যবহার করে ইঞ্জিনকে সুরক্ষিত রাখার সুযোগ পাবেন ভোক্তারা।
Read Entire Article