বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এসএম কুদ্দুস জামান বলেছেন, দেশের বিচার ব্যবস্থায় সৎ এবং দক্ষ লোকের দরকার। তাহলে সকল মামলার দ্রুত বিচার সম্ভব হবে। বিচারকরা দক্ষতা অর্জন করলে দুই বছরের মধ্যে সকল মামলার ট্রায়াল সম্পন্ন সম্ভব।
মঙ্গলবার (১ এপ্রিল) দিনব্যাপী রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে ল’ ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসএম কুদ্দুস জামান বলেন, দক্ষ আইনজীবী এখন বিরল, আইনের ছাত্রদের সৎ দক্ষ আইনজীবী হিসেবে গড়ে উঠতে হবে। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে।
রাজবাড়ী ল’ ফোরামের সভাপতি সাকিব আহম্মেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী গরিব নেওয়াজ, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ড্রিফটিং) এসএম সাফায়েত হোসেন সবুজ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. সাইফুজ্জামান তুহিন, চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ শেখ ওয়াসিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসান, রাজবাড়ী বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
এর আগে জেলা শহরের প্রধান সড়কে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। সেই সঙ্গে আগত অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ এবং উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. জোবায়দা পারভীন, ফ্রেন্ডর্স নিটওয়্যার অ্যান্ড এক্সসরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমরান আলী, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক, দিনাজপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল, নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীন, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ইসরাইল হুসাইন, সাধারণ সম্পাদক জিসানুল হাসান বর্ষণ প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মেহরিন জামান মৌ এবং নিলঞ্জন ভৌমিক নীল।