‘দেশের বড় নদীগুলোর ওপর দিয়ে হতে পারে শক্তিশালী কালবৈশাখী’

3 months ago 66
যমুনা, পদ্মা, মেঘনাসহ দেশের সব বড় নদীর ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বুধবার (২১ মে) বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের এই প্রধান আবহাওয়াবিদ ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আজ বুধবার (২১ মে) দিবাগত রাতে দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোতে নৌযান চলাচল প্রচণ্ড রকমের ঝুঁকিপূর্ণ হবে।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘আজ রাত ৯টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার মধ্য রাতে যমুনা, পদ্মা, মেঘনাসহ দেশের সব বড় নদীর ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করবে।’ পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘সবচেয়ে নিরাপদ হবে যদি আজ রাতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয় দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোয়।’
Read Entire Article