দেশের মঙ্গলের জন্য হ্যাঁ ভোট প্রয়োজন: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গণভোট হলো সংস্কারের বিষয়। আমরা যে সংস্কার শুরু করেছি, সেটা জনগণের ভালোর জন্যই। সামনে যে সরকারই আসবে, তারা যেন সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যায়, এজন্যই 'হ্যাঁ' ভোটের প্রয়োজন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিরাজগঞ্জে কোর্ট প্রাঙ্গণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি সুপার ক্যারাভান-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।দেশের মানুষের জন্য 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের লোকজন যথেষ্ট বুদ্ধিমান। তারা দেশের ভালোর জন্য সবকিছু বোঝেন। তাই সংস্কারের জন্য, দেশের মঙ্গলের জন্য আপনাদের হ্যাঁ ভোট দিতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে, সংস্কারটাও যেন একপেশে না হয়।রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি

দেশের মঙ্গলের জন্য হ্যাঁ ভোট প্রয়োজন: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গণভোট হলো সংস্কারের বিষয়। আমরা যে সংস্কার শুরু করেছি, সেটা জনগণের ভালোর জন্যই। সামনে যে সরকারই আসবে, তারা যেন সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যায়, এজন্যই 'হ্যাঁ' ভোটের প্রয়োজন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিরাজগঞ্জে কোর্ট প্রাঙ্গণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি সুপার ক্যারাভান-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষের জন্য 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের লোকজন যথেষ্ট বুদ্ধিমান। তারা দেশের ভালোর জন্য সবকিছু বোঝেন। তাই সংস্কারের জন্য, দেশের মঙ্গলের জন্য আপনাদের হ্যাঁ ভোট দিতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে, সংস্কারটাও যেন একপেশে না হয়।

রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সকল উপজেলার নির্বাহী অফিসার, পুলিশ, আনসার সদস্য, শিক্ষকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন দলের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow