দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজি রাখব : বাবর

3 hours ago 4

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আল্লাহর অশেষ রহমতে এবং দেশবাসীর দোয়ায় আমি সবকটি মামলা থেকে খালাস পেয়েছি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার জীবন বাজি রাখব। যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশন খেলার মাঠে মোহনগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাবর বলেন, খুনি হাসিনার সরকার আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় আমাকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। 

তিনি বলেন, আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। জালিম খুনি হাসিনা সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ফাঁসির দণ্ড দিয়েছে, অকথ্য অত্যাচার-নির্যাতন চালিয়ে আমাকে দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি আপস করিনি। জালিম সরকারের কাছে মাথা নত করিনি। আমি সর্বদা সত্যের পথে ছিলাম, আছি, থাকব ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে। দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

Read Entire Article