দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে: শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, ‘বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে আমাদের নেতা তারেক রহমান বদ্ধপরিকর দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। আর সেই স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে প্রতিটি জেলার ছাত্র-ছাত্রীরা খেলাধুলার সুযোগ পাবে। সব ধরনের খেলাধুলা সেখানে তারা করতে পারবে।’ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্রি হাইস্কুল মাঠে মরহুম কেএম ওবায়দুর রহমান আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলাধুলার চর্চা বাড়লে সামাজিক অপরাধ কমে যাবে এবং যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে। এসময় সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন। এনকেবি নয়ন/আরএইচ/এএসএম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, ‘বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে আমাদের নেতা তারেক রহমান বদ্ধপরিকর দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। আর সেই স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে প্রতিটি জেলার ছাত্র-ছাত্রীরা খেলাধুলার সুযোগ পাবে। সব ধরনের খেলাধুলা সেখানে তারা করতে পারবে।’
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্রি হাইস্কুল মাঠে মরহুম কেএম ওবায়দুর রহমান আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলাধুলার চর্চা বাড়লে সামাজিক অপরাধ কমে যাবে এবং যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।
এসময় সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।
এনকেবি নয়ন/আরএইচ/এএসএম
What's Your Reaction?